উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর, জৈন্তাপুর, সিলেট।
১। উপজেলার আওতাধীন ওএমএস বরাদ্দের পরিমান এবং বিক্রয় মূল্য নোটিশ বোর্ডে লিপিবদ্ধ করা। ২। খাদ্যশস্য সংগ্রহ বিনির্দেশের প্রতিটি প্যারামিটার/ সংগ্রহের পরিমান/ ক্রয় মূল্য/ ক্রয় কেন্দ্র যথাযথভাবে প্রচার ও নোটিশ বোর্ডে উপস্থাপন ৩। চালকল আদেশ ২০০৮ অনুযায়ী তার উপজেলাধীন চালকলের লাইসেন্স প্রদানের নিয়মাবলী/ তারিখ/ ফি এর পরিমান, নবায়নের নিয়াবলী/ তারিখ/ ফি এর পরিমান উল্লেখ পূর্বক নোটিশ বোর্ডে উপস্থাপন। ৪। বিভিন্ন মৌসুমে সরকারি সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে চালকল মালিকদের সঙ্গে চুক্তির তারিখ, চুক্তির সময়, চুক্তির জন্য প্রযোজ্য কাগজ ও দলিল পত্রাদিও বিবরন নোটিশ বোর্ডে উপস্থাপন। ৫। উপজেলার বিভিন্ন স্থাপনার নির্মান ও সংস্কারের তালিকা নোটিশ বোর্ডে উপস্থাপন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS